বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
তাল : দাদ্রা
নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
নিত্য নূতন রূপে আবার আস্বো এই হেথায়॥
চাঁদ্নী রাতের বাতায়নে, রইবে চেয়ে' উদাস মনে
বলবো আমি ─ হারাইনি গো, নাই ভাবনা নাই
আকাশ থেকে তারার চোখে তোমার পানে চাই॥
তুমি আকুল হয়ে ফিরবে কেঁদে' যে বনপথ বেয়ে'
ঝরা-মুকুল হয়ে আমি সে-পথ দেব ছেয়ে'।
তোমায় ভালোবেসে সাধ মেটেনি স্বামী
মরেও মরতে পারবো না তাই আমি
দূরে গিয়ে দেখ্বো তোমায় কাছে যদি পাই॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর
১৯৩৪ খ্রিষ্টাব্দ)
মাসে
গানটি
গানের মালা
গ্রন্থের
প্রথম সংস্করণ এবং
মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
গানের মালা
- প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ১০। কানাড়া-একতালা
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা ১০।
কানাড়া-একতালা। পৃষ্ঠা ১৯৮]
- রেকর্ড:
এইচএমভি। [জুন ১৯৩৯ (জ্যৈষ্ঠ -আষাঢ় ১৩৪৬)। এন ১৭৩০৯।
শিল্পী: পদ্মরাণী গাঙ্গুলী। সুর:
কমল
দাশগুপ্ত]
- বেতার: কলকাতা বেতার। কলকাতা ক। চতুর্থ অধিবেশন। সন্ধ্যা: ৭.৪৫। ৪ ডিসেম্বর
১৯৩৯। (সোমবার,
১৮ অগ্রহায়ণ ১৩৪৬)। শিল্পী: পদ্মরাণী গাঙ্গুলী।
[সূত্র:
The Indian Listener, Vol. IV, No. 23 November 1939] page 1623]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই
২০০৬] পদ্মরাণী গাঙ্গুলী-এর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি। ১৬ সংখ্যক
গান। [নমুনা]
- সুরকার:
কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা