বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: না মিটিতে সাধ মোর নিশি পোহায়।
 
    রাগ: ভৈরবী, তাল কাওয়ালি

না মিটিতে সাধ মোর নিশি পোহায়।
গভীর আঁধার ছেয়ে আজো হিয়ায়॥
            আমার নয়ন ভ'রে
            এখনো শিশির ঝরে
এখনো বাহুর 'পরে বধু ঘুমায়॥
            এখনো কবরী-মূলে
            কুসুম পড়েনি ঢুলে
এখনো পড়েনি খুলে মালা খোঁপায়॥
             নিভায়ে আমার বাতি
            পোহালো সবার রাতি
(আমি) নিশি জেগে' মালা গাথি প্রাতে শুকায়॥
জীবন প্রভাতে এ লো বিদায় বেলা॥