বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম:
না মিটিতে সাধ মোর নিশি পোহায়।
রাগ: ভৈরবী, তাল কাওয়ালি
না মিটিতে সাধ মোর নিশি পোহায়।
গভীর আঁধার ছেয়ে আজো হিয়ায়॥
আমার নয়ন ভ'রে
এখনো শিশির ঝরে
এখনো বাহুর 'পরে বধু ঘুমায়॥
এখনো কবরী-মূলে
কুসুম পড়েনি ঢুলে
এখনো পড়েনি খুলে মালা খোঁপায়॥
নিভায়ে আমার বাতি
পোহালো সবার রাতি
(আমি) নিশি জেগে' মালা গাথি প্রাতে শুকায়॥
জীবন প্রভাতে এ লো বিদায় বেলা॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি সওগাত পত্রিকার
'কার্তিক ১৩৩৬' (অক্টোবর-নভেম্বর
১৯২৯) সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
চোখের চাতক।
- প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ৩৪। ভৈরবী- কাওয়ালি]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৩৪।
ভৈরবী- কাওয়ালি। পৃষ্ঠা: ২১৭-২১৮]
- পত্রিকা:
সওগাত [কার্তিক ১৩৩৬
(অক্টোবর-নভেম্বর ১৯২৯)]
- রেকর্ড:
এইচএমভি [এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮-বৈশাখ ১৩৪০)]। এন ৪১৮৮। শিল্পী: গোপাল সেন।
- স্বরলিপি ও স্বরলিপিকার: