বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মুখে কেন নাহি বলো আঁখিতে যে কথা কহো
 
রাগ : মিশ্র রাগেশ্রী, তাল : দাদরা
মুখে কেন নাহি বলো আঁখিতে যে কথা কহো
অন্তরে যদি চাহো মোরে তবে কেন দূরে দূরে রহো॥
         প্রেম-দীপ শিখা অন্তরে যদি জ্বলে
         কেন চাহো তারে লুকাইতে অঞ্চলে
পূজিবে না যদি সুন্দরে রূপ-অঞ্জলি কেন বহো॥
ফুটিলে কুসুম-কলি রহে না পাতার তলে,
কুণ্ঠা ভুলিয়া দখিনা-বায়ের কানে কানে কথা বলে।
         যে অমৃত-ধারা উথলে হৃদয় মাঝে
         রুধিয়া তাহারে রেখো না হৃদয় লাজে
প্রাণ কাঁদে যার লাগি' তারে কেন বিরহ দহনে দহো॥