বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম : ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি
ওরে আমার চটি
আমার ঠনঠনিয়ার চটি
যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি॥
মোর
শ্রীচরণ
ভরসা গেলি কাহার পায়ে গ’লে
তুই
দু’বছর
পায়ে ছিলি তোরে জানতাম সতী ব’লে
তুই
কাহার গোদা চরণ দেখে গেলি শেষে পটি’।
তোরে
নিয়ে
গেছেন যিনি তার চটিখানি ফেলে
এ চটিতো নয় যেন রামচটিতং আছেন বদন মেলে’
সদা আছেন বদন মেলে',
যেন অষ্টাবক্র
বেঁকে হয়ে গিয়েছেন ঠিক আঁশবঁটি
বেঁকে হয়েছেন আঁশবঁটি॥
চটি কেন তোরে রাখিনিকো বগল-দাবা ক’রে
বুঝি
এতক্ষণ সে ফাটিয়ে তোরে ফেলেছে পা’ভরে
শেষে আস্তাকুঁড়ে দেছে ফেলে
সে যে হয়তো চটিমটি’॥
আমি
ভাবি, এ তার পায়ের জুতো না গায়ের নিমা
আমার
চটির পাশে ইনি ঠিক যেন দিদি মা
ওরে
চটি রে তোর দিদি হলেও চলতো মোটামুটি
তুই
চটপটিয়ে আয় চ’লে
নয় সত্যি যা’ব
চ’টি॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪০) মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৪ বৎসর ৯ মাস।
- রেকর্ড:
এইচএমভি। মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। নম্বর এন ৭২০৮। শিরোনাম: চটির বিরহ। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[
নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই
২০০৬] হরিদাস বন্দ্যোপাধ্যায়ের রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি। প্রথম গান।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: হাসির
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য