বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মদিনায় যাবি কে আয় আয়
তাল: কাহার্বা
মদিনায় যাবি কে আয় আয়।
উড়িল নিশান দিনের বিষাণ বাজিল
যাহার দরওয়াজায়॥
হিজরত ক'রে যে দেশে
ঠাঁই পেলেন হজরত এসে
খেলিতেন যথায় হেসে হাসান হোসেন ফাতেমায়॥
হজরতের চার
আস্হাব যথা করলেন খেলাফত,
মসজিদে যাঁর প্রিয় মোহাম্মদ করতেন এবাদত;
ফুট্ল যথায় প্রথম বীর খালেদের হিম্মত,
খোশ এলেহান দিতেন আজান বেলাল যথায়॥
যার পথের ধূলির মাঝে
নবীজীর চরণের ছোঁয়া রাজে,
তৌহিদেরি ধ্বনি বাজে যার আসমানে, যার লু হাওয়ায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
- রেকর্ড: টুইন [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। এফটি ১২৪৯৫। শিল্পী:
এ.এম সিরাজুর রহমান]
[শ্রবণ
নমুনা]- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। ভাদ্র ১৪০৩। আগষ্ট
১৯৯৬। ২৩ সংখ্যাক গান। রেকর্ডে এ.এম সিরাজুর রহমান-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: মা