বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওকে ট'লে ট'লে চলে একলা গোরী
		
			
				
					
						
							
 ওকে ট'লে ট'লে চলে এক্লা গোরী
 নব-যৌবনা নীল-বসনা কাঁখে গাগরি॥
 মদির মন্দ বায় অঞ্চল দোলে
 খোঁপা খুলে দোলে আকুল কবরী।
 তারে ছল ছল দূরে ডাকে নদী
 তারি' নাম যপে পাপিয়া নিরবধি
 ডাকে বনের কিশোর বাজায়ে বাঁশরি॥
							
						
					
				
			
		
	
	- 
	রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
	১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল
	(চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি 
		গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। 
		
	 
		এই সময় 
	নজরুল ইসলামের 
	বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস।
 
- 
	
রেকর্ড: টুইন। এপ্রিল ১৯৩৮ 	(চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)।
 এফটি ১২৩৫১। শিল্পী মিস্ রাধারাণী। 
				শ্রেণী─ 
		নৃত্য-সম্বলিত। সুরকার: রঞ্জিৎ রায়।
- 
স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ 
।
 
 নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় 
				খণ্ড। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ
				[নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০২। এপ্রিল ১৯৯৬।  ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৭-৬৯] 
	[নমুনা]
 
- সুরকার:
			রঞ্জিৎ রায়।
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: 
				প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য