ভুঁইচাপা
Kaempferia গণের  গুল্ম শ্রেণির গাছ ও ফুলের নাম। মূলত এই গাছ, এর আকর্ষণীয় ফুলের জন্য আদৃত।

এর প্রজাতিগত নাম হলো-
Kaempferia rotunda। এর ইংরেজি নাম Indian crocus, Peacock ginger, Round rooted galangale । দক্ষিণ-পূর্ব এশিয়ার গাছ। ইন্দোনেশিয়া, চীন,  নেপাল, বাংলাদেশ, ভারত, মালয়েশিয়াতে এই গান পাওয়া যায়।

এটি প্রায় ১ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর প্রধান মূল রাইজোম বা আদা জাতীয়। এই আদা মাটির ভিতরে লুকানো থাকে এবং  এখান থেকে ডালপাল ও পাতা গজায়। ফুল ফোটার মৌসুমে পাতা বের না হয়ে সরাসরি আদা থেকে সুগন্ধি ফুল ফোটে। একটি মঞ্জরিদণ্ডে ৩ থেকে ৬টি ফুল থাকতে পারে, পুষ্পবৃন্ত ২০ সেন্টিমিটার লম্বা। বৃত্যংশগুলো ডিম্বাকৃতির, দৈর্ঘ্যে পাপড়ির ২ থেকে ৩ ভাগের একভাগ। ফুলের রং হলুদ-সোনালি। পাপড়ি সংখ্যা ৪, কিনারা অসমান। ফুল ফোটার সময় এপ্রিল থেকে জুন।  

গাছভেদে প্রায় চার সপ্তাহের মতো ফুল ফোটার পর গাছের পাতা গজায়। পাতার নিচের দিকে বেগুনি আর উপরে হালকা সবুজে রুপালি রঙের ছিটেফোঁটা। পাতা দেড় থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর গোড়ার দিক সরু হয়। পাতাগুলো খর্বাকার বৃন্তবিশিষ্ট, শীর্ষ তীক্ষ্ণ ও ধারালো ধরনের।

সাঁওতাল ও ওঁরাও আদিবাসীরা ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে গাছটির ছেঁচা শিকড় ব্যবহার করে। এছাড়া আদিবাসীরা বহুমুদ্র রোগে এর শিকড় রস ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে সেবন করে।