ইউডিকোটস
Eudicots
জীববিজ্ঞানের
প্লান্টি
রাজ্যের একটি থাক বিশেষ।
ক্রমবিবর্তন এন্জিয়োসফার্ম
থাক থেকে
ইউডিকোটস
থাকের উদ্ভিদ আবির্ভূত হয়েছিল ১৩ থেকে ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। ১২.৫ থেকে
১১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
ইউডিকোটস২টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
বাসাল ইউডিকোটস:
আবির্ভাবকাল ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এটি হলো
ইউডিকোটস-এর মূল ধারা।
সুপার ইউডিকোটস
আবির্ভাবকাল ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ইউডিকোটসদের মধ্যে যারা আরও উন্নত
বৈশিষ্ট্যের দিকে যাচ্ছিল (যেমন: স্যাক্সিফ্রাগালেস এবং কোর-ইউডিকোটসদের পূর্বপুরুষ), তাদের একত্রে এই নামে ডাকা হয়।
১১.৫-১১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। সুপার-ইউডিকোটসদের একটি বড় অংশ হঠাৎ করে বিবর্তিত হয়ে ফুলের
একটি নির্দিষ্ট ছাঁচ (যেমন: ৫টি পাঁপড়ি এবং পুংকেশরের বিশেষ বিন্যাস) গ্রহণ করে। এই নির্দিষ্ট অংশটিই হলো
কোর-ইউডিকোটস।