ইউডিকোটস
Eudicots
জীববিজ্ঞানের প্লান্টি রাজ্যের একটি থাক বিশেষ।

ক্রমবিবর্তন
এন্‌জিয়োসফার্ম থাক থেকে ইউডিকোটস থাকের উদ্ভিদ আবির্ভূত হয়েছিল ১৩ থেকে ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। ১২.৫ থেকে ১১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইউডিকোটস টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-