বাসাল ইউডিকোটস
Basal Eudicots
জীববিজ্ঞানের
ভিরিডিপ্ল্যান
রাজ্যের একটি থাক বিশেষ।
ক্রমবিবর্তন এন্জিয়োসফার্ম
থাক থেকে ইউডিকোটস
থাকের উদ্ভিদ আবির্ভূত হয়েছিল ১৩ থেকে ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। ১২.৫ থেকে
১১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইউডিকোটস
২টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
বাসাল ইউডিকোটস: আবির্ভাবকাল
১২.৫কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এটি হলো
ইউডিকোটস-এর মূল ধারা।
সুপার ইউডিকোটস:১২.৫ থেকে ১১.৫ খ্রিষ্টপূর্বাব্দ। ইউডিকোটসদের মধ্যে যারা আরও উন্নত বৈশিষ্ট্যের দিকে যাচ্ছিল (যেমন: স্যাক্সিফ্রাগালেস এবং কোর-ইউডিকোটসদের পূর্বপুরুষ), তাদের একত্রে এই নামে ডাকা হয়।
বাসাল ইউডিকোটস উদ্ভিদ গোষ্ঠীর সবচেয়ে আদি বা প্রাচীন শাখা।
বাসাল ইউডিকোটসদের প্রধান বৈশিষ্ট্য হলো-
পরাগরেণুর গঠন: এদের পরাগরেণুতে তিনটি ছিদ্র বা খাঁজ থাকে। বাসাল ইউডিকোটসদের মধ্যেও এই বৈশিষ্ট্যটি প্রথম দেখা যায়, যা এদের একবীজপত্রী বা ম্যাগনোলিডস থেকে আলাদা করে।
পুষ্পপত্রের বিন্যাস এদের ফুলের গঠন সাধারণত আধুনিক উদ্ভিদের মতো সুনির্দিষ্ট নয়।
অনিশ্চিত সংখ্যা: ফুলের পাঁপড়ি বা পুংকেশরের সংখ্যা অনেক সময় অনির্দিষ্ট থাকে।
সর্পিল বিন্যাস: অনেক ক্ষেত্রে পুষ্পপত্রগুলো চক্রাকারে না থেকে আদি উদ্ভিদের মতো সর্পিলভাবে সাজানো থাকে।
বিচ্ছিন্ন দলমন্ডল: এদের পাঁপড়িগুলো সাধারণত একটি অন্যটির সাথে যুক্ত থাকে না।
গর্ভপত্রের প্রকৃতি: এদের গর্ভপত্রগুলো সাধারণত একে অপরের থেকে পৃথক থাকে। এটি একটি আদি বৈশিষ্ট্য, যা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়
না। উন্নত উদ্ভিদে গর্ভপত্রগুলো যুক্ত হয়ে একটি গর্ভাশয় গঠন করে।
বাসাল ইউডিকোটস-এর অন্তর্গত প্রধান বর্গসমূহ:
রেনানকুলালেস: যেমন— নয়নতারা, পপি ফুল।
প্রোটিয়েলেস: যেমন— পদ্ম, প্ল্যাটানাস।
ট্রোকোডেনড্রালেস: এদের আদিম কাষ্ঠল বৈশিষ্ট্য থাকে।