সুপার-ইউডিকোটস একটি বিশাল গোষ্ঠী হওয়ার কারণে এর মধ্যে অনেক বৈচিত্র্য আছে। এদের সাধারণ কিছু বৈশিষ্ট্য হলো -
পরাগরেণুর গঠন: এদের প্রধান বৈশিষ্ট্য হলো ট্রাইকোলপেট পরাগরেণু। অর্থাৎ পরাগরেণুতে তিনটি লম্বা খাঁজ বা ছিদ্র থাকে,
যা বিবর্তনীয়ভাবে এদের আদি উদ্ভিদ থেকে উন্নত প্রমাণ করে।
ফুলের গঠন ও বিন্যাস: এদের ফুল সাধারণত পেন্টাসাইক্লিক বা ৫টি স্তবকবিশিষ্ট হয় এবং ফুলের অঙ্গগুলো (বৃতি, পাপড়ি) সাধারণত ৪ বা ৫-এর গুণিতকে থাকে।
কোর-ইউডিকোটসের ভিত্তি: সুপার-ইউডিকোটস হলো সেই গোষ্ঠী যার মধ্যে কোর-ইউডিকোটস (যেমন: রোসিডস ও অ্যাস্টারিডস) অন্তর্ভুক্ত। তবে এতে কিছু 'ব্যাসাল' বা আদিম গ্রুপও (যেমন:
Ranunculales
বা শাপলা-জাতীয় কিছু বর্গ) রয়েছে।
পারমাণবিক ও আণবিক গঠন: এদের ডিএনএ
(DNA)
সিকোয়েন্সে কিছু নির্দিষ্ট মিল পাওয়া যায়, যা এদের অন্যান্য দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে আলাদা করে।
বীজপত্রের সংখ্যা: এদের বীজে সর্বদা দুটি বীজপত্র
(Dicotyledonous) থাকে।
ক্রমবিবর্তন ১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্পের্ম্যাটোফাইট
থাক থেকে উৎপন্ন হয়েছিল
এন্জিয়োসফার্ম থাক
তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল
ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ থেকে ১১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
ইউডিকোটস২টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
বাসাল ইউডিকোটস:
আবির্ভাবকাল ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এটি হলো
ইউডিকোটস-এর মূল ধারা।
সুপার ইউডিকোটস
আবির্ভাবকাল ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ইউডিকোটসদের মধ্যে যারা আরও উন্নত
বৈশিষ্ট্যের দিকে যাচ্ছিল (যেমন: স্যাক্সিফ্রাগালেস এবং কোর-ইউডিকোটসদের পূর্বপুরুষ), তাদের একত্রে এই নামে ডাকা হয়।
কোর- ইউডিকোটস:
আবির্ভাবকাল ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১১.৫-৯.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ভিতরে এই থাক থেকে উৎপন্ন হয়েছিল- দুটি থাক। এগুলো হলো-