সুপার-ইউডিকোটস
Super-eudicots

জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান রাজ্যের একটি থাক বিশেষ।

সুপার-ইউডিকোটস একটি বিশাল গোষ্ঠী হওয়ার কারণে এর মধ্যে অনেক বৈচিত্র্য আছে। এদের সাধারণ কিছু বৈশিষ্ট্য হলো -
ক্রমবিবর্তন
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে স্পের্ম্যাটোফাইট থাক থেকে উৎপন্ন হয়েছিল এন্‌জিয়োসফার্ম থাক তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ইউডিকোটস থাকের উদ্ভিদ।

১২.৫ থেকে ১১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইউডিকোটস টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-