কোর-ইউডিকোটস
Core eudicots Eudicots

জীববিজ্ঞানের
প্লান্টি রাজ্যের একটি থাক বিশেষ।

ক্রমবিবর্তন

১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে স্পের্ম্যাটোফাইট থাক থেকে উৎপন্ন হয়েছিল এন্‌জিয়োসফার্ম থাক তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ইউডিকোটস থাকের উদ্ভিদ। ১৩.৫ কোট বৎসরের ভিতরে এই থাকটি ৩টি থাকে বিভাজিত হয়েছিল। এগুলো হল-