তিনটি থাকে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ তিনটি হলো-আর্কিপ্লাস্টিডা,
হাক্রোবিয়া এবং এসএআর সুপারগ্রুপ।
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
আর্কিপ্লাস্টিডা থাক ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো-
- রোডোফাইটা
বিভাগ:
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল লোহিত
শৈবাল বিভাগের জীব।
- গ্লায়ুকোফাইটা
বিভাগ:
রোডোফাইটার পাশাপাশি এই বিভাগের শৈবাল পৃথক বিভাগ হিসেবে বিভাজিত হয়ে গিয়েছিল
কয়েকটি সূত্রে। প্রথমত এদের দেহকোষে
ক্লোরোপ্লাস্টের উদ্ভব হয়েছিল। তাছাড়া
এদের বিকাশ ঘটেছিল আদিম স্বাদু জলে। এরা এককোষী হওয়ায় এদের আকার ছিল
অতিক্ষুদ্র।
- প্লান্টি রাজ্য: এই রাজ্য থেকে উৎপন্ন হয়েছিল সবুজ শৈবাল এবং সবুজ
উদ্ভিদ।
-
পিকোজোয়া পর্ব: এই পর্ব থেকে উৎপন্ন হয়েছিল ক্ষুদ্রাকার সামুদ্রিক এককোষী
জীবকণিকা।
-
ক্রিপ্টিস্টা থাক: এই থাক থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল-সদৃশ্য এককোষী
জীবকণিকা।
প্লান্টি রাজ্যকে বলা হয় সবুজ উদ্ভিদের এই রাজ্য। এই রাজ্যকে
বিজ্ঞানীরা নানাভাগে ভাগ করেছেন। ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই
রাজ্য ৪টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-
-
মেসোস্টিগমাটোফাইটা
:
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল সবুজ
শৈবাল পৃথক প্রজাতি।