বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঝরে বারি গগনে ঝুরু ঝুরু
ঝরে বারি গগনে ঝুরু ঝুরু।
জাগি একা ভয়ে নিদ্ নাহি আসে,
ভীরু হিয়া কাঁপে দুরু দুরু॥
দামিনী ঝলকে, ঝনকে ঘোর পবন
ঝরে ঝর, ঝর নীল ঘন।
রহি' রহি' দূরে কে যেন কৃষ্ণা মেয়ে
মেঘ পানে ঘন হানে ভুরু॥
অতল তিমিরে বাদলের বায়ে
জীর্ণ কুঢীরে জাগি দীপ নিভায়ে,
দূরে দেয়া ডাকে গুরু গুরু॥
- ভাবার্থ: এই গানে ঝঞ্ছা-বিক্ষুব্ধ বর্ষণমুখর রাত্রির সৌন্দর্য ও
নিঃসঙ্গতাজনিত ভয়ের যুগলবন্দীতে বর্ষার রাত্রি হয়ে ওঠেছে ভয়ঙ্কর সুন্দর।
মেঘাচ্ছন্ন রাতের অবিরাম ঝরে পড়া বর্ষণের মাঝে, আকাশের বুক চিরে নেমে আসা নীলভ
বিদ্যুৎ -চমকে, ঝঞ্ঝাবিক্ষুব্ধ বাতাসের মঝে কবি অনুভব করেছেন অপরূপ সৌন্দর্য।
নিঃসঙ্গ কবির বুক দুরু দুর কাঁপে অজানা শঙ্কায়। এই যুগপৎ অনুভবে নিদ্রাহীন রাত্রি
কাটে কবির। অন্ধকার রাত্রের মাঝে তিনি অনুভব কলরেন- যেন ঘন অন্ধকারের অপার্থিব কোনো
কৃষ্ণা মেয়ে মেঘ পানে যেন ভুরুর আঘাত হানে। সঙ্গহীন কবি অতলগভীর রাতের বাদলের বাতাসে
জীর্ণ কুটিরে দীপ নিভিয়ে জেগে কবি শোনেন দূরে গুরু গুরু মেঘধ্বনি॥ তার সমগ্র
সত্তা আচ্ছন্ন করে থাকে এমন বাদল রাতের ভয়ঙ্কর-সুন্দরের অনির্বচনীয় অনুভব।
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে গানটি
গানের মালা
প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- গানের মালা
- প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
২৮। দেশ-ত্রিতাল
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ২৮। দেশ-ত্রিতাল। পৃষ্ঠা ২০৯]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪২১। রাগ: দেশ, তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ১৪১]
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা ১০।
for Kumari Binapani Debi (Twin)।
দেশ মিশ্র-তেতালা। পৃষ্ঠা
৩৬।]
- রেকর্ড:
- টুইন [আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)]। এফটি ৪০৩০। শিল্পী: কুমারী বীণাপাণি
চ্যাটার্জী।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান
মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ৭। পৃষ্ঠা:
৪০-৪৩ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি, বর্ষা রাত্রি
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ