বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
মম আগমনে বাজে আগমনীর সানাই।
মম আগমনে বাজে আগমনীর সানাই।
সহসা প্রাতে আমি এসেছি, জানাই॥
আমি আনি দেশে দশভূজার পূজা
কোজাগরী নিশি জাগি আমি অনুজা।
বুকে শাপলা-কমল
মালা দোলে টলমল,
আমি পরদেশী বন্ধুরে স্বদেশে আনাই॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর
১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানটি
গানের মালা
প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
-
ভাবার্থ: শরত তার আত্মপরিচয় উপস্থাপন করেছে এই গানে। তার আগমনে
সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজার আয়োজনে মেতে ওঠে। তাই দেবীদুর্গার আবাহনী
গানের সুর ছড়িয়ে পড়ে হিন্দু-ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। বর্ষার শেষে যেন হঠাৎ
করে শরৎ এসে জানিয়ে দেয় সে এসেছে। শরৎকালে অকালবোধন হিসেবে দশভুজার (দুর্গা)
পূজা করেছিলেন রামচন্দ্র। কবি কল্পনায় শরৎকালই যেন দুর্গাপূজাকে নিয়ে আসে।
শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। 'কো জাগতী' অর্থাৎ 'কে জেগে আছ'
, তা দেখার জন্য দেবী লক্ষ্মী মর্তলোকে নেমে আসেন। তখন তার সাথে শরৎকন্যা
লক্ষ্মীর অনুজা (ছোট বোন) হয়ে রাত্রি জাগে।
শরতের শাপলা-কমল মালা হয়ে দোলে সরোবরে। শরৎ আসে বলেই শারদোৎসবের ছুটিতে প্রবাসী
ঘরে ফিরে আসে প্রিয়জনের কাছে।
- গ্রন্থ:
- গানের মালা
- প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৫৫। (শরৎ)
রামকেলি-কার্ফা।
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন
২০১২। গানের মালা।
৫৫। (শরৎ) রামকেলি-কার্ফা। পৃষ্ঠা ২২৫।]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। ১৬৫৯ সংখ্যক গান।
রাগ: মেঘ, তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ৪৯৫।