বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আঁধার রাতের তিমির দুলে আমার মনে
রাগ: জয়জয়ন্তী, তাল: দাদ্রা
আঁধার রাতের তিমির দুলে আমার মনে।
দুলে গো আমার ঘুমে
─ জাগরণে॥
হতাশ-ভরা বাতাস বহে,
আমার কানে কি কথা কহে;
দিনগুলি মোর যায় যে ঝ’রে যায়
─
ওগো যায় যে ঝ’রে ঝরা পাতার সনে॥
গিয়াছে চলিয়া সুখে যাহারা ছিল গো সাথি,
গিয়াছে নিভিয়া জ্বলেতেছিল যে শিয়রে বাতি।
স্মৃতির মালার ফুল শুকাইয়া,
একে একে হায় পড়িছে ঝরিয়া;
বিদায়-বেলা শুনিয়ে বাঁশি ক্ষণে ক্ষণে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৪১ বঙ্গাব্দের ভাদ্র (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে, ছায়াবীথি
পত্রিকায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৩ মাস।
- পত্রিকা: ছায়াবীথি। ভাদ্র ১৩৪১ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪)
- গ্রন্থ:
- গানের মালা
- প্রথম সংস্করণ [আশ্বিন
১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪
খ্রিষ্টাব্দ)। গান সংখ্যা ৬৮। জয়জয়ন্তী মিশ্র-দাদরা।
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৬৮। জয়জয়ন্তী মিশ্র-দাদরা। পৃষ্ঠা ২৩৩]
- রেকর্ড:
এইচএমভি [জুন ১৯৩৫ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪২)। এন. ৭৩৬৫। শিল্পী: ইন্দিরা
সেন। সুর: নজরুল ইসলাম। [শ্রবণ
নমুনা]
-
স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্মেদ
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর
১৯৯৩। তৃতীয় গান]
[নমুনা]
-
সুরকার: নজরুল ইসলাম।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: মরমী
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য