নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
অষ্টাদশ খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল জ্যৈষ্ঠ, ১৪০৬/ মে, ১৯৯৯ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভানেত্রী ছিলেন ফিরোজা বেগম। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ নজরুল সঙ্গীত স্বরলিপি এবং  নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)। ফেরদৌসী রহমান, এস. এম. আহসান মুর্শেদ এবং মুহম্মদ নূরুল হুদা, নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

অষ্টাদশ খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন সালাউদ্দিন আহ্‌মেদ। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. আঁধার রাতের তিমির দুলে [তথ্য] [নমুনা]
  2. আজকে হোরী ও নাগরী [তথ্য] [নমুনা]
  3. আজি নাহি কিছু মোর [তথ্য] [নমুনা]
  4. আমি নামের নেশায় শিশুর মত [তথ্য] [নমুনা]
  5. আর কত দুখ্‌ দেবে [তথ্য] [নমুনা]
  6. ওগো মাগো আজো বেঁচে আছি [তথ্য] [নমুনা]
  7. ওরে মাঝি ভাই [তথ্য] [নমুনা]
  8. কেন চাঁদিনী রাতে [তথ্য] [নমুনা]
  9. খেলে চঞ্চলা বরষা বালিকা [তথ্য] [নমুনা]
  10. চুরি ক'রে এনো গিরি [তথ্য] [নমুনা]
  11. জগৎ জুড়ে জাল ফেলেছিস মা [তথ্য] [নমুনা]
  12. জয় বিগলিত করুণারূপিণী গঙ্গে [তথ্য] [নমুনা]
  13. টিকি আর টুপিতে লেগেছে দ্বন্দ্ব [তথ্য] [নমুনা]
  14. (তুই) মা হ'বি না মেয়ে হ'বি [তথ্য] [নমুনা]
  15. দাও দাও দরশন পদ্মপলাশলোচন [তথ্য] [নমুনা]
  16. ধীরে যায় ফিরে ফিরে চায় [তথ্য] [নমুনা]
  17. নাচিয়া নাচিয়া এসো নন্দদুলাল [তথ্য] [নমুনা]
  18. পিউ পিউ বিরহী পাপিয়া বোলে [তথ্য] [নমুনা]
  19. বল প্রিয়তম বল [তথ্য] [নমুনা]
  20. মন লহ নিতি নাম [তথ্য] [নমুনা]
  21. মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী [তথ্য] [নমুনা]
  22. মা, আমার ভবের অভাব লয় হয়েছে [তথ্য] [নমুনা]
  23. মিনতি রাখো রাখো, পথিক থাকো থাকো [তথ্য] [নমুনা]
  24. (যখন) প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে [তথ্য] [নমুনা]
  25. সেদিন বলেছিলে সেই সে ফুলবনে [তথ্য] [নমুনা]