বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বল প্রিয়তম বল ─ মোর নিরাশা-আঁধারে
তাল: দাদ্রা
বল প্রিয়তম বল-
মোর নিরাশা-আঁধারে আলো দিতে তুমি কেন দীপ হ’য়ে জ্বল॥
যত কাঁটা পড়ে মোর পথে যেতে যেতে,
কেন তুমি তাহা লহ বঁধু বুক পেতে।
যদি ব্যথা পাই বুঝি পথে তাই তুমি ফুল বিছাইয়া চল॥
বল হে বিরহী,
তুমি আমারে অমৃত এনে দাও কেন নিজে উপবাসী রহি’।
মোর পথের দাহন আপন বক্ষে নিয়ে,
মেঘ হয়ে চল সাথে সাথে ছায়া দিয়ে।
মোর ঘুম না আসিলে কেন কাঁদ চাঁদ হয়ে ঢলঢল॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৮) মাসে, এইচএমভি রেকর্ড
কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৪২ বৎসর ৬ মাস।
- রেকর্ড:
এইচএমভি। [ডিসেম্বর ১৯৪১ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৮)। এন ২৭২২১। শিল্পী: যূথিকা রায়।
সুর: কমল দাশগুপ্ত] [শ্রবণ
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্মেদ
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর
১৯৯৩। ১৯ সংখ্যক গান]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয়