বিষয়:  
নজরুল সঙ্গীত।
শিরোনাম 
: 
ওরে মাঝি ভাই
 
	  তাল: কাহার্বা
ওরে মাঝি ভাই।
ও তুই, কি দুখ পেয়ে কূল হারালি অকূল দরিয়ায়॥
চোখের জল্ তুই ছাপাতে চাস্ নদীর জলে এসে,
শেষে নদীই এলো চক্ষে রে তোর; তুই চলিলি ভেসে।
ও তুই কলস দেখে নামলি জলে রে, এখন ডুবে দেখিস্ কলস নাই॥
        ও তুই কূলে যাহার কূল পেলিনে তরী অগাধ 
	জলে
        মিছে খুঁজে মরিস ওরে পাগল, তরী বাওয়ার 
	ছলে।
ও রে দুই ধারে এর চোরা বালি রে, (ও) তোর হেথায় মনের মানুষ নাই॥
	
	- রচনাকাল ও স্থান:  
	
	গানটি সওগাত পত্রিকার ফাল্গুন ১৩৩৫ বঙ্গাব্দ, সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই সময় 
নজরুল চট্টগ্রামে অবস্থান করছিলেন। ব্রহ্মমোহন ঠাকুর তাঁর নজরুল সঙ্গীত নির্দেশিকা 
গ্রন্থে গানটি রচনার  স্থান ও তারিখ উল্লেখ করেছেন- চট্টগ্রাম '২৪.১.১৯২৯' 
বৃহস্পতিবার, 
	১১ মাঘ ১৩৩৫)। এই সময় নজরুলের 
	বয়স ছিল ২৯ বৎসর ৭ মাস। 
	- পত্রিকা: সওগাত (ফাল্গুন ১৩৩৫ (মার্চ-এপ্রিল ১৯২৯)
- গ্রন্থ:
	- 
	
	চোখের চাতক। 
	- প্রথম সংস্করণ। অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। ভাটিয়ালি-কার্ফা।
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। 
	চোখের চাতক। 
				গান ১৯। ভাটিয়ালি-কার্ফা। পৃষ্ঠা: ২০৫-২০৬]
 
 
- রেকর্ড: 
এইচএমভি। [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)। এন ৩৮৪৪। শিল্পী: বিমল 
		গুপ্ত] [শ্রবণ 
নমুনা]