বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওগো মাগো আজো, বেঁচে আছি
তাল: দাদ্রা
ওগো মাগো আজো, বেঁচে আছি, তোরই প্রসাদ পেয়ে।
তোর দয়াময়ী অন্নপূর্ণা, তোরই অন্ন খেয়ে॥
কবে কখন খেলার
ছলে,
ডেকেছিলাম
শ্যামা ব’লে;
সেই পুণ্যে ধন্য আমি, আজ তোরই নাম গেয়ে॥
তোরই নাম-গান বিনা আমার পুণ্য কিছুই নাই,
পাপী হয়েও পাই আমি তাই, যখন যাহা চাই।
দুঃখে শোকে
বিপদ ঝড়ে,
বাঁচাস্ মা
তুই বক্ষে ধ’রে;
দয়াময়ী নাই কেহ মা, ভবানী তোর চেয়ে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড
কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ১ মাস।
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)। এন ৯৯০৩। শিল্পী: জ্ঞানেন্দ্রনাথ
ঘোষ। সুর: নজরুল ইসলাম]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্মেদ
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর
১৯৯৩। ষষ্ঠ গান]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য