বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: চুরি ক’রে এনো গিরি, আমার উমার দুই কুমারে 
	
		
                 
	তাল: দাদ্রা
চুরি ক’রে এনো গিরি, আমার উমার দুই কুমারে।
দেখ্ব তখন ভোলা মেয়ে কেমন ভু’লে থাকতে পারে॥
	তার ছেলেরে আনলে হেথা, বুঝবে মেয়ে মায়ের ব্যথা;
(বিনা) সাধনাতে গৌরী তখন, আসবে ছুটে আমার দ্বারে॥
	জামাই আমার শিব ভোলানাথ, ডাকিলেই সে আসিবে জানি
চাইবে নাকো আসতে শুধু, তোমার মেয়ে ঐ পাষাণী।
	কুমার গণেশ তুমি আমি, শিব পূজিব দিবস যামী;
শৈব হ’লে শিবাণী মোর, রইতে নারে ছেড়ে তারে॥
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 
		জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৬)  
		মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানের একটি রেকর্ড প্রকাশ 
		করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
 
- রেকর্ড:
এইচএমভি।
			[অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (আশ্বিন-কার্তিক ১৩৪৬)। এন. ১৭৩৫৬। শিল্পী:
				কে. মল্লিক
			][শ্রবণ 
নমুনা]
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্মেদ 
[নজরুল-সঙ্গীত 
স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর 
১৯৯৩। দশম গান] [নমুনা]
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: স্বকীয়