বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা ব'লে
তাল : ফের্তা (দাদ্রা ও কাহার্বা)
আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা ব'লে
নাই দিলি তুই সাড়া মা গো নাই নিলি তুই কোলে॥
শুনলে 'মা' নাম জেগে উঠি
ব্যাকুল হয়ে বাইরে ছুটি
মাগো ঐ নামে মোর নয়ন দু'টি ভ'রে ওঠে জলে
॥
ও নাম আমার মুখের বুলি ও নাম খেলার সাথি
ও নাম বুকে জড়িয়ে ধ'রে পোহাই দুখের রাতি।
মা-হারানো শিশুর মতো
যপি ও -নাম অবিরত
মা ঐ নামের-মন্ত্র আমার বুকে কবচ হয়ে দোলে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের
এপ্রিল (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪)
মাসে এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৭ বৎসর ১০ মাস।
-
রেকর্ড:
এইচএমভি।
এপ্রিল ১৯৩৭ (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪)।
এন ৯৮৭৭। শিল্পী: কুমারী বিজনবালা ঘোষ (কালী)
[শ্রবণ
নমুনা]
-
স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্মেদ
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর
১৯৯৩। চতুর্থ গান]
[নমুনা]
-
সুরকার: কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য