বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জগৎ জুড়ে জাল ফেলেছিস্ মা
তাল: দাদ্রা
জগৎ জুড়ে জাল ফেলেছিস্
মা, শ্যামা কি তুই জেলের মেয়ে।
(তোর) মায়ার জালে মহামায়া,
বিশ্বভুবন আছে ছেয়ে॥
প’ড়ে মা তোর মায়ার ফাঁদে
কোটি নরনারী কাঁদে;
তোর মায়াজাল ততই বাঁধে
পালাতে চায় যত ধেয়ে॥
চতুর যে-মীন সে জানে মা
জাল থেকে যে মুক্তি আছে;
(তাই) জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে।
জাল এড়িয়ে তাই সে বাঁচে।
তাই মা আমি নিলাম শরণ
তোর ও দুটি রাঙা চরণ
এড়িয়ে গেলাম মায়ার বাঁধন
মা তোর অভয়-চরণ পেয়ে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি [সোমবার, ১২ মাঘ ১৩৪৩], এইচএমভি
রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে গানটি ছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৮ মাস।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল
ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৬৯০। পৃষ্ঠা
২১০]
- রেকর্ড:
- ১৯৩৭
খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি [সোমবার, ১২ মাঘ ১৩৪৩] এইচএমভি কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়।
এই চুক্তিতে এই গানটি ছিল।
-
এইচএমভি। [সেপ্টেম্বর ১৯৪৩ (ভাদ্র-আশ্বিন ১৩৫০)। এন ২৭৪০৩। শিল্পী:
মৃণালকান্তি ঘোষ] [শ্রবণ
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্মেদ
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর
১৯৯৩। ১১ সংখ্যক গান] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: স্বকীয়