বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল
 
ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল।
তোমায় দেখে শিউরে ওঠে কাজ্‌লা দীঘির কালো জল।
                        ওগো কাজলা দীঘির কালো জল॥
            দেখে তোমার কালো আঁখি,
            কালো কোকিল ওঠে ডাকি'
তোমার চোখের কাজল মাখি' হয় সজল ঐ মেঘ-দল
                        ওগো হয় সজল ঐ মেঘ-দল॥
            তোমার কালো রূপের মায়া
            দুপুর রোদে শীতল ছায়া
কচি অশথ্ পাতায় টলে ঐ কালো রূপ টলমল॥
            ভাদর মাসের ভরা ঝিলে
            তোমার রূপের আদল মিলে গো-
তোমার তনুর নিবিড় নীলে আকাশ করে টলমল।
                            ঐ আকাশ করে টলমল॥