বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম : ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল
ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল।
তোমায় দেখে শিউরে ওঠে কাজ্লা দীঘির কালো জল।
ওগো কাজলা দীঘির কালো জল॥
দেখে তোমার কালো আঁখি,
কালো
কোকিল ওঠে ডাকি'
তোমার চোখের কাজল মাখি' হয় সজল ঐ মেঘ-দল
ওগো হয় সজল ঐ মেঘ-দল॥
তোমার কালো রূপের মায়া
দুপুর রোদে শীতল ছায়া
কচি অশথ্ পাতায় টলে ঐ কালো রূপ টলমল॥
ভাদর মাসের ভরা ঝিলে
তোমার
রূপের আদল মিলে গো-
তোমার তনুর নিবিড় নীলে আকাশ করে টলমল।
ঐ আকাশ করে টলমল॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর
১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে গানটি
গানের মালা
গ্রন্থের প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৪২২]
- গানের মালা প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
৭২। পাহাড়ী-কার্ফা]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৭২। পাহাড়ী-কার্ফা। পৃষ্ঠা ২৩৬]
- রেকর্ড:
এইচএমভি [ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)। এন ৭৩১৪। শিল্পী: সুধীর দত্ত (খ্যাপা)]
[শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড
(নজরুল ইন্সটিটিউট)। অষ্টম গান। রেকর্ডে সুধীর দত্তের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: পল্লীগীতি।