বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম:বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল্।
রাগ: পিলু-খাম্বাজ, তাল: কাহার্বা
বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল্।
মোর মুখে কেন চায় আঁখি-ছল্ছল্,
ওরে স'রে যেতে বল্॥
পথে যেতে কাঁপে গা শরমে জড়ায় পা,
মনে হয় সারা পথ হয়েছে পিছল
ওরে স'রে যেতে বল॥
জল নিতে গিয়ে সই ওর চোখে চেয়ে রই
সান-বাঁধা ঘাট যেন কাঁপে টলমল
ওরে স'রে যেতে বল্॥
প্রথম বিরহ মোর
চায় কি ও চিত-চোর;
চাঁদনী চৈতী রাতে আনে সে বাদল
স'রে যেতে বল্
ওরে স'রে যেতে বল॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মোহাম্মদী পত্রিকার ভাদ্র ১৩৪১ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪) সংখ্যায় গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৫
বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- গানের মালা
প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ১২। পিলু খাম্বাজ-কার্ফা]
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [বাংলা
একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা ১২।
পিলু খাম্বাজ-কার। পৃষ্ঠা ১৯৯]
- পত্রিকা: মোহাম্মদী [ভাদ্র
১৩৪১ বঙ্গাব্দ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪)।
- রেকর্ড:
এইচএমভি। [ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)। এন ৭৩১১। শিল্পী: মানিকমালা। সুর: তুলসী লাহিড়ী]
- স্বরলিপি ও স্বরলিপকার:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি
১৯৯৭)-এর
১৮ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৮৮-৯০।]
[নমুনা]
-
সুরকার:
তুলসী লাহিড়ী।
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য
- রাগ: পিলু-খাম্বাজ।
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: গম