নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
ষষ্ঠ খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ জ্যৈষ্ঠ, ১৩৯৮ বঙ্গাব্দ/ ২৬ মে, ১৯৯১ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় মুদ্রণ হয়, ফাল্গুন, ১৪০৩ বঙ্গাব্দ/ ফেব্রুয়ারি, ১৯৯৭ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৯১ সালে তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন লায়লা আর্জ্জুমান্দ বানু। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং অধ্যাপক মনিরুজ্জামান ছিলেন নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)। নজরুল সঙ্গীত স্বরলিপি -ষষ্ঠ খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

  1. আজিকে তনু মনে লেগেছে রঙ [তথ্য] [নমুনা]
  2. আনো সাকি শিরাজি [তথ্য] [নমুনা]
  3. আমার মোহাম্মদের নামের ধেয়ান  [তথ্য] [নমুনা]
  4. আমি পথ-ভোলা ভিনদেশি গানের পাখি [তথ্য] [নমুনা]
  5. এত কথা কি গো কহিতে জানে  [তথ্য] [নমুনা]
  6. এলো ফুলের মরশুম  [তথ্য] [নমুনা]
  7. কেঁদো না কেঁদো না মাগো  [তথ্য[নমুনা]
  8. কে এলে মোর ব্যথার গানে [তথ্য] [নমুনা]
  9. কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া  [তথ্য] [নমুনা]
  10. গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে [তথ্য] [নমুনা]
  11. টলমল টলমল টলে সরসী  [তথ্য] [নমুনা]
  12. তুমি কি দখিনা পবন [তথ্য] [নমুনা]
  13. তোমার বুকের ফুলদানিতে [তথ্য] [নমুনা]
  14. দিনগুলি মোর পদ্মেরি দল [তথ্য] [নমুনা]
  15. নহে নহে প্রিয় এ নয় আঁখি-জল  [তথ্য] [নমুনা]
  16. বনে যায় আনন্দ দুলাল [তথ্য] [নমুনা]
  17. বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল [তথ্য] [নমুনা]
  18. বাঁশী বাজাবে কবে আবার বাঁশরীওয়ালা [তথ্য] [নমুনা]
  19. মরুর ধূলি উঠ্‌লো রেঙে [তথ্য] [নমুনা]
  20. মায়ের চেয়েও শান্তিময়ী [তথ্য] [নমুনা]
  21. মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ [তথ্য] [নমুনা]
  22. সহসা কি গোল বাঁধালো [তথ্য] [নমুনা]
  23. সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ [তথ্য] [নমুনা]
  24. স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা [তথ্য] [নমুনা]
  25. হে নামাজী আমার ঘরে [তথ্য] [নমুনা]