বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: (মায়ের) অসীম রূপ সিন্ধুতে রে বিন্দুসম বেড়ায় ঘুরে
তাল: দাদ্রা
মায়ের চেয়েও শান্তিময়ী
মিষ্টি বেশি মেয়ের চেয়ে
চঞ্চলা এই লীলাময়ী
মুক্তকেশী কালো মেয়ে॥
সে মিষ্টি যত দুষ্টু তত এই কালো মেয়ে
গিরিঝর্না সম এলো ধেয়ে এই
পাবর্তী মেয়ে
করুণা অমৃত ধারায় ভুবন ছেয়ে
এলো এই কালো মেয়ে॥
মাকে চোখে চোখে রাখি
যদি কভু দেয় সে ফাঁকি
আমি ভয়ে ভয়ে থাকি গো
এই মায়াময়ী মেয়ে নিয়ে ভয়ে
ভয়ে থাকি গো।
আমি বহু সাধ্য-সাধনাতে পেয়েছি এই মা-কে রে
কোটি জনম তপস্যাতে পেয়েছি
এই মা-কে রে
কোথায় রাখি, আমি কাঙালিনী
কোথায় রাখি স্বর্গের এই
রত্ন পেয়ে
আমি কোথায় রাখি স্বর্গের এই রত্ন পেয়ে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না।
১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৪) মাসে,
এইচএমভি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর
৩ মাস।
- রেকর্ড সূত্র:
এইচএমভি।[সেপ্টেম্বর
১৯৩৭
(ভাদ্র-আশ্বিন ১৩৪৪)
রেকর্ড নং- এন.
৯৯৪৭।
শিল্পী:
কুমারী যূথিকা রায়। সুর: কমল দাশগুপ্ত।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি
১৯৯৭)-এর
২১ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৯৭-১০০।]
[নমুনা]
-
সুরকার:
কমল দাশগুপ্ত
-
পর্যায়
- বিষয়াঙ্গ:
ভক্তিমূলক গান।
শ্যামা সঙ্গীত।
- সুরাঙ্গ:
কীর্তনাঙ্গ
- তাল:
দাদরা
- গ্রহস্বর:
সরা।