বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: (মায়ের) অসীম রূপ সিন্ধুতে রে বিন্দুসম বেড়ায় ঘুরে
রাগ : জয়জয়ন্তী, তাল : ত্রিতাল
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ।
আমারি মত কাঁদে দিশাহারা
নয়ন পুতলি চাঁদে হারায়ে
হারায়ে তারি নয়ন তারা॥
আমার ভুবন আঁধারে ভরিয়া
নয়ন মণি মোর কে নিল হরিয়া
প্রিয় নাম ধরে তারে খুঁজি দিকে দিকে
শূন্য গগনে শুধু ঝরে বারি ধারা॥
হে আলোর রাজা বল বল মোরে
মোর আঁখি পুতলি কেন নিলে হ’রে
তব উৎসব সভা হ’তো না কি উজল
আমার আঁখির আলো ছাড়া॥
- রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭) মাসে
এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর
১ মাস।
- রেকর্ড:
এইচএমভি।
জুলাই ১৯৪০ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭)। এন. ১৭৪৭৯। শিল্পী:
জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী
-
স্বরলিপি ও স্বরলিপি:
সুধীন দাশ।[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি
১৯৯৭)-এর
২২ সংখ্যক
গান। পৃষ্ঠা: ১০১-১০৩।]
[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ:
পুত্রশোকে রচিত গান
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ