বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: আমার মোহাম্মদের নামের ধেয়ান হৃদয়ে যার রয়
তাল:
কাহারবা।
আমার
মোহাম্মদের নামের ধেয়ান হৃদয়ে যার রয়
ওগো হৃদয়ে যার রয়।
খোদার সাথে
হয়েছে তার গোপন পরিচয়॥
ঐ নামে যে ডুবে আছে
নাই দুখ-শোক
তাহার কাছে
ঐ নামের প্রেমে দুনিয়াকে সে দেখে
প্রেমময়॥
যে খোশ্-নসীব
গিয়াছে ঐ নামের স্রোতে ভেসে'
জেনেছে সে
কোরআন-হাদিস-ফেকা এক নিমেষে।
মোর নবীজীর বর-মালা,
করেছে যার হৃদয় আলা
বেহেশ্তের সে আশ্
রাখে না, তার নাই দোজখে ভয়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) টুইন রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল।
এই চুক্তিতে গানটি অন্তর্ভুক্ত ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
- রেকর্ড:
- ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) টুইন রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল।
- টুইন।
ফেব্রুয়ারি ১৯৩৬ (মাঘ -ফাল্গুন ১৩৪২)।
এফ.টি ৪২৬৩। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ।
[শ্রবণ
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ৩য় গান। পৃষ্ঠা: ২৭-৩০।]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: র্স