বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়
 
রাগ: ভৈরবী, তাল: কাহার্‌বা।
আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়
অধীর করো মোরে নয়ন-মদিরায়॥
পান্‌সে জোছনাতে ঝিম্‌ হয়ে আসে মন
শরাব বিনে, হের গুল্‌বন উচাটন,
মদালসা আঁখি কেন ঘোম্‌টা ঢাকা এমন
                           বিষাদিত নিরালায়॥
তরুণ চোখে আনো অরুণ রাগ-ছোঁওয়া
আঁখির করুণা তব যাচে ভোরের হাওয়া।
জীবন ভরা কাঁটা-রি জ্বালা
ভুলিতে চাহি শরাব পিয়ালা
তোমার হাতে ঢালা

দুলাইয়া দাও মোরে আনন্দের হিন্দোলায়
                           ভুলাইয়া বেদনায়॥