আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ
বধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢঙ॥
কাননে আলো-ছায়া
নয়নে রঙের মায়া
দোলে দোদুল কায়া পরানে বাজিছে সারঙ॥
সে-রঙে সাগর-কোলে
কত চাঁদ, রবি দোলে
বাজে গগন তলে জলদ তালে মেঘ-মৃদঙ॥
'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমোহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করবে।'এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় (জুন ১৯২৯) মাসের দিকে। কিন্তু, গ্রন্থাকারে প্রকাশের সময়, আলেয়াতে এ গানটি ব্যবহৃত হয় নি। জয়তী পত্রিকার কার্তিক-পৌষ ১৩৩৮ (অক্টোবর ১৯৩১-জানুয়ারি ১৯৩২) সংখ্যায় প্রকাশিত আলেয়ার ৬টি গানের মধ্যে এই গানটি ছিল। পত্রিকায় প্রকাশের সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৫ মাস।