বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: কে এলে মোর ব্যথার গানে 
	
		
			
				
		কে এলে মোর ব্যথার গানে 
গোপন-লোকের বন্ধু গোপন
নাইতে আমার গানের ধারায় এলে সুরের মানসী কোন্॥
            গান গেয়ে যাই 
আপন মনে
            সুরের পাখি 
গহন-বনে
সে সুর বেঁধে কার্ নয়নে জানে শুধু তারি নয়ন॥
            সুরের গোপন 
বাসর-ঘরে
            গানের মালা 
বদল ক'রে
সকল আঁখির অগোচরে না দেখাতেই মোদের মিলন॥
				
			
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল 
		সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের 
		এপ্রিল (চৈত্র ১৩৩৮- বৈশাখ ১৩৩৯) মাসে
	
	
	এইচএমভি রেকর্ড 
		কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই 
		সময়
	নজরুল ইসলামের বয়স ছিল ৩২
		বৎসর ১১ মাস।
 
- রেকর্ড: 
	
এইচএমভি। এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮- বৈশাখ ১৩৩৯)। এফটি ৪১৮৭।  শিল্পী:  
ধীরেন্দ্রনাথ দাস।
 
- স্বরলিপি:
	সুধীন দাশ।  
	[নজরুল-সঙ্গীত 
	স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি 
	১৯৯৭)-এর ৭ সংখ্যক
	গান। পৃষ্ঠা: ৪৬-৪৯।] 
	[নমুনা]
	
- পর্যায়:
		- বিষয়াঙ্গ:
		প্রেম
- সুরাঙ্গ: 
		
		গজল
- তাল: 
		
		কাহারবা 
- গ্রহস্বর: গা