বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: দূর প্রবাসে প্রাণ কাঁদে আজ
রাগ: যোগিয়া, তাল: আদ্ধা-কাওয়ালি
দূর প্রবাসে প্রাণ কাঁদে আজ শরতের ভোর হাওয়ায়।
শিশির-ভেজা শিউলি ফুলের গন্ধে কেন কান্না পায়॥
সন্ধ্যা বলোর পাখির সম মন উড়ে যায় নীড়-পানে।
নয়ন-জলের মালা গাঁথে বিরহিণী এক্লা, হায়॥
কোন্ সুদূরে নওবতে কার বাজে সানাই যোগিয়ায়।
টলমল টলিছে মন কমল-পাতে শিশির-প্রায়॥
ফেরেনি আজ ঘরে কে হায় ঘরে যে আর ফিরবে না।
কেঁদে কেঁদে তারেই যেন ডাকে বাঁশি, ‘ফিরে আয়’॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
মোয়াজ্জিন পত্রিকার আশ্বিন ১৩৪০ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৩) সংখ্যায় গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৩ মাস।
- পত্রিকা: মোয়াজ্জিন [আশ্বিন ১৩৪০ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৩)]
- গ্রন্থ:
-
গানের মালা
- প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
৩৮। যোগিয়া- আদ্ধা-কাওয়ালি
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৩৮। যোগিয়া- আদ্ধা-কাওয়ালি। পৃষ্ঠা ২১৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৭৬।
রাগ: যোগিয়া, তাল: আদ্ধা-কাওয়ালি। পৃষ্ঠা: ৪৪৩-৪৪৪]
- রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)। এফটি ২৯৯৮। শিল্পী: মিস সত্যবতী (পটল)]