বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বুনো ফুলের করুণ সুবাস ঝুরে
বুনো ফুলের করুণ সুবাস ঝুরে।
নাম-না-জানা গানের পাখি, তোমার গানের সুরে॥
জানাতে হায় এলে কোথা
বনের ছায়ার মনের ব্যথা,
তরুর ছায়া ফেলে এলে মরুর বুকে উড়ে॥
এলে চাঁদের তৃষ্ণা নিয়ে কৃষ্ণা তিথির রাতে,
পাতার বাসা ফেলে এলে সজল নয়ন-পাতে॥
ওরে পাখি, তোর সাথে হায়
উড়তে নারি দূর অলকায়,
বন্ধনে যে বাঁধা আমি মলিন মাটির পুরে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
ছায়াবীথি
পত্রিকার ফাল্গুন ১৩৪০ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৪)
সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৯ মাস।
- গ্রন্থ:
- গানের মালা
- প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৫৮।
জয়জয়ন্তী-একতালা।
-
নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন
২০১২। গানের মালা।
৫৮। জয়জয়ন্তী-একতালা। পৃষ্ঠা ২২৬-২২৭।]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। ১৬২৩ সংখ্যক গান।
রাগ: জয়জয়ন্তী, তাল: একতাল। পৃষ্ঠা: ৪৮৫।
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন
১৯৯৭। গান সংখ্যা ১৩। for
Kumari Binapani Debi (HMV)। মডার্ন। পৃষ্ঠা
৩৯।]
- পত্রিকা: ছায়াবীথি [ফাল্গুন ১৩৪০ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৪)]
- রেকর্ড:
টুইন [আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)]। এফটি ৪০৩০। শিল্পী: বীণাপাণি
চ্যাটার্জী।
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সেলিনা হোসেন। [নজরুল
সঙ্গীত স্বরলিপি, একান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন
২০২১। রেকর্ডে বীণাপাণি
চ্যাটার্জী'র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ১৯।
পৃষ্ঠা: ৮৩-৮৬ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: মরমী গান
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ:
দেশ
[মিশ্র]
- তাল:
দাদরা
- গ্রহস্বর: র