বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো-জবার ফুল
রাগ: বেহাগ-খাম্বাজ, তাল: দাদ্রা
না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো-জবার ফুল (রানী)
এমনি এসো (ওগো) লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥
সজ্জা-বিহীন
লজ্জা নিয়ে
এমনি তুমি এসো
প্রিয়ে
গোলাপ ফুলের রঙ মাখাতে হয় যদি হোক ভুল॥
গৌর দেহে না-ই জড়ালে গৌরী চাঁপার শাড়ি
ওগো ভূষণ পরে না-ই বা দিলে রূপের সাথে আড়ি।
যেমন আছ তেমনি
এসো
নয়ন তুলে একটু
হেসো
সেই খুশিতে উঠবে দুলে আমার হৃদয় কূল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তুরস্কের নারী জাগরণের নেত্রী খালিদা
এদিব কলকাতায় আসেন। তাঁর আগমন উপলক্ষে তাঁকে কারমাইকেল হোস্টেলের শিক্ষার্থীরা একটি
অভ্যর্থনা দেয়। এই অভ্যর্থনায় উপযুক্ত গান পরিবেশনের জন্য শিক্ষার্থীরা নজরুল
ইসলাম-কে একটি গান রচনা করে দেওয়ার জন্য অনুরোধ করে। নজরুল সেই অনুরোধে এই গানটি
রচনা করে তাদের শিখিয়ে দেন।
[সূত্র : আমার শিল্পী জীবনের
কথা-আব্বাস উদ্দীন]
মোহাম্মদী পত্রিকার আষাঢ় ১৩৪১ (জুলাই-আগষ্ট ১৯৩৪ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৩৫ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
গানের মালা
।
- প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (অক্টোবর-নভেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।]
গানের মালা-৩। বেহাগ-খাম্বাজ-দাদরা]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
১। বেহাগ-খাম্বাজ- দাদরা। পৃষ্ঠা ১৯৪]
- পত্রিকা:
মোহাম্মদী
[আষাঢ় ১৩৪১ (জুন-জুলাই
১৯৩৪ খ্রিষ্টাব্দ)]
- রেকর্ড সূত্র:
এইচএমভি [এপ্রিল ১৯৩৫ (চৈত্র
১৩৪১-বৈশাখ ১৩৪২)। এন
৭৩৫৫। শিল্পী: শৈলেন বন্দ্যোপাধ্যায়]
[শ্রবণ
নমুনা]- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। ভাদ্র ১৪০৩। আগষ্ট
১৯৯৬। ২০ সংখ্যাক গান। রেকর্ডে শৈলেন বন্দ্যোপাধ্যায়-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ: বেহাগ-খাম্বাজ
- তাল:
দাদরা
- গ্রহস্বর: গমা