বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
রাগ:
পিলু-বারোয়াঁ, তাল: কাহার্বা
মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
কে বিরহী রহি' রহি' দ্বারে আঘাত হানো।
শাওন ঘন ঘোর ঝরিছে বারি অঝোর
কাঁপিছে কুটির মোর দীপ নেভানো ॥
বজ্রে বাজিয়া ওঠে তব সঙ্গীত,
বিদ্যুতে ঝলকিছে আঁখি-ইঙ্গিত,
চাঁচর চিকুরে তব ঝড় দুলানো, ওগো মন ভুলানো॥
এক হাতে, সুন্দর, কুসুম ফোটাও!
আর হাতে নিষ্ঠুর মুকুল ঝরাও।
হে পথিক, তব সুর অশান্ত বায়
জন্মান্তর হতে যেন ভেসে আসে হায়!
বিজড়িত তব স্মৃতি চেনা অচেনায় প্রাণ কাঁদানো॥
-
ভাবসন্ধান:
এই গানে কোনো এক বর্ষণমুখর রাতে কবি তাঁর আরাধ্য স্রষ্টাকে স্মরণ করেছেন-
রূপকাশ্রয়ে। স্রষ্টার বিরহে কবির মনের আকাশ আচ্ছন্ন মেঘের ঘনঘটায়, সেখানে আশা-নিরাশার প্রবাহ নিয়ত আঘাত হানে মনের রুদ্ধ দুয়ারে। সেখানে না পাওয়ার বেদনার অশ্রু
অবিরাম ঝরে পড়ে। কবির মনের রুদ্ধ ঘর আলো-হীন নৈরাশ্যে ভরা। সেই মেঘমেদুর
ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাত্রির বজ্রের ভিতরে কবি খুঁজে পান স্রষ্টার অনাহত নাদের সঙ্গীত।
বিদ্যুতের ঝলকে দেখতে পান প্রেয়সীর আঁখি-ইঙ্গিত, দেখতে পান প্রেয়সীর মন-ভুলানো
অলোকগুচ্ছের আন্দোলন। তবু কবি স্রষ্টার সেই রূপে বিমোহিত হতে পারেন না। কবি
জানেন, স্রষ্টা জীবনকে একদিকে যেমন পুষ্পিত করে দেন অনিন্দ্যসুন্দর বৈভবে,
অন্যদিকে তেমনি আবার তিনি পরম-অসুন্দরের আঘাতে জীবনের সকল আশা-পুষ্পকে নিষ্পেষিত করেন।
গানটির শেষে কবি নিজেকে প্রবহমান কালের এক যাত্রী হিসেবে নিজেকে উপস্থাপন
করেছেন। যেখানে কবি স্রষ্টার অশান্ত কালপ্রবাহে পথিক মাত্র। জন্মজন্মান্তরে এই
আনন্দ-বেদনা, আশা-নিরাশার যাত্রাপথে তিনি এগিয়ে চলেছেন, এক অনির্দেশিত পথে।
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪)
মাসে গানটি
গানের মালা
প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- গানের মালা। প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
গানের মালা-৩১। পিলু-বারোয়াঁ-কার্ফা]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন
২০১২। গানের মালা। ৩১। পিলু-বারোয়াঁ-কার্ফা।
পৃষ্ঠা ২১১]
-
রেকর্ড:
- এইচএমভি
[জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৪২)। এন ৭৩৮৮। শিল্পী: মিস্ অণিমা (বাদল)।]
[শ্রবণ নমুনা]
- এইচএমভি
[এপ্রিল ১৯৫০ (চৈত্র ১৩৫৬-বৈশাখ ১৩৫১)। এন ৩১১৮৪। শিল্পী: মনোরঞ্জন
চৌধুরী। সুরকার: নজরুল ইসলাম]
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন
১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৭
সংখ্যক গান। রেকর্ডে মিস্ অণিমা (বাদল)-এর গাওয়া গানের সুরানুসারে
স্বরলিপি করা হয়েছে] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি ও ভক্তি
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী [স্বকীয় বৈশিষ্ট্য]
- রাগ:
পিলু-বারোয়াঁ
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: মপা