নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
ষোড়শ খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভানেত্রী ছিলেন ফিরোজা বেগম। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ, ফেরদৌসী রহমান, এস. এম. আহসান মুর্শেদ এবং খোন্দকার শওকত হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি  ষোড়শ খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন রশিদুন্ নবী।  গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

  1. অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে  [তথ্য] [নমুনা]
  2. আল্লাহ্‌ রসুল বোল্‌ রে মন [তথ্য]  [নমুনা]
  3. আসে রজনী সন্ধ্যামণির প্রদীপ জ্বলে [তথ্য] [নমুনা]
  4. এলো এলো রে বৈশাখী ঝড় [তথ্য] [নমুনা]
  5. এলো ঐ পূর্ণ শশী ফুল-জাগানো [তথ্য] [নমুনা]
  6. এসো শারদ প্রাতের পথিক  [তথ্য] [নমুনা]
  7. ওগো তারি তরে মন কাঁদে হায় [তথ্য] [নমুনা]
  8. কুলের আচার নাচার হয়ে  [তথ্য] [নমুনা]
  9. খেলি আয় পুতুল খেলা  [তথ্য] [নমুনা]
  10. পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে [তথ্য] [নমুনা
  11. ভাই হয়ে ভাই চিনবি আবার [তথ্য] [নমুনা]
  12. ভারতের দুই নয়ন-তারা হিন্দু মুসলমান [তথ্য] [নমুনা]
  13. ভেসে যায় হৃদয় আমার মদীনা পানে [তথ্য] [নমুনা]
  14. মদির আঁখির সুধায় সাকী [তথ্য] [নমুনা]
  15. মদির স্বপনে মম বন-ভবনে [তথ্য] [নমুনা]
  16. মেঘবরণ কন্যা থাকে মেঘ্‌মালতীর দেশে (রে) [তথ্য] [নমুনা]
  17. মেঘ-মেদুর গগনে কাঁদে হুতাশ পবন  [তথ্য] [নমুনা]
  18. মেঘলামতীর ধারা জলে করো স্নান [তথ্য] [নমুনা]
  19. মোরা এক বৃন্তে দুটি কুসুম [তথ্য] [নমুনা]
  20. রুম্‌ ঝুম্‌ ঝুম্‌ ঝুম্‌ রুম ঝুম্‌ ঝুম্‌ খেজুর [তথ্য] [নমুনা]
  21. শাদী মোবারকবাদী শাদী মোবারক [তথ্য] [নমুনা]
  22. সঙ্ঘ সরণ তীর্থযাত্রা পথে এসো মোরা যাই [তথ্য] [নমুনা]
  23. সবুজ শোভার ঢেউ খেলে যায় [তথ্য] [নমুনা]
  24. হে প্রিয় নবী রসুল আমার [তথ্য] [নমুনা]
  25. হেড মাস্টারের ছড়ি, সেকেন্ড মাস্টারের দাড়ি [তথ্য] [নমুনা]