বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: ওগো   তারি তরে মন কাঁদে হায়, যায় না যারে পাওয়া
	
		
			
           
			    
  
তাল: কাহার্বা
ওগো  
তারি তরে মন কাঁদে হায়, যায় না যারে পাওয়া
        
 ফুল 
ফোটে না যে কাননে, কাঁদে দখিন হাওয়া॥
                     
যে মায়া-মৃগ পালিয়ে বেড়ায়
                     
কেন এ মন তার পিছে ধায়
         
যে দ'লে 
গেল পায়ে আমায় কেন তাহারি পথ চাওয়া॥
         
যে আমারে ভুলে হলো সুখি যায় না তারে ভোলা,
         
যে ফিরিবে না আর, তারি তরে রাখি দুয়ার খোলা।
                     
মৌন পাষাণ যে দেবতা
                     
হেলার ছলে কয় না কথা
         
তারি দেউল দ্বারে কেন বন্দনা-গান গাওয়া॥
		
	
	- 
রচনাকাল: 
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের 
সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৭) মাসে,
		এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। 
এই 
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস। 
 
- 
রেকর্ড: 
		
		এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)।
			এন ২৭০০৩। 	শিল্পী: বীণা চৌধুরী। সুর: শৈলেশ দাশগুপ্ত]
			 [শ্রবণ নমুনা]
	-  
স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী 
[নজরুল-সঙ্গীত 
			স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন 
১৪০৪/অক্টোবর ১৯৯৩। সপ্তম গান]  [নমুনা]
 
- সুরকার:  শৈলেশ দাশগুপ্ত
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: ভক্তি
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য