বিষয়: নজরুল
সঙ্গীত।
শিরোনাম : সঙ্ঘ শরণ তীর্থযাত্রা-পথে এসো মোরা যাই
তাল: দাদ্রা।
সঙ্ঘ শরণ তীর্থযাত্রা-পথে এসো মোরা
যাই।
সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই॥
সঙ্ঘবদ্ধ হইলে তাদের
সাথে,
ঐশী শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে
সঙ্ঘবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই
॥
সঙ্ঘ শক্তি আসিলে সর্ব
ক্লৈব্য হইবে লীন,
চল্লিশ কোটি মানুষ এই ভারতে
ভিন্ন হইয়া ডাকি ঠাঁই ঠাঁই,তাই মোরা পরাধীন।
মোরা সঙ্ঘবদ্ধ হই যদি
একবার
জাতি ও ধর্ম ভেদ রবে নাকো আর
পাব সাম্য,
শান্তি, অন্ন,
বস্ত্র পুন সবাই ॥
-
রচনাকাল: রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪২ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৯)
মাসে
এইচএমভি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময়
কাজী নজরুল
ইসলামের বয়স ছিল ৪৩ বৎসর ২ মাস ।
-
রেকর্ড:
এইচএমভি। আগষ্ট ১৯৪২ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৯)।
এন ২৭৩০৩। প্রতিভা ঘোষ, জগন্ময় মিত্র ও সত্য
চৌধুরী।
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন
১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২২
সংখ্যক গান] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: উদ্দীপনা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা
- গ্রহস্বর: গা