বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মেঘ-বরণ কন্যা থাকে মেঘ্লামতীর দেশ
মেঘ-বরণ কন্যা থাকে মেঘ্লামতীর দেশে (রে)
সেই দেশে মেঘ জল ঢালিও তাহার আকুল কেশে॥
তাহার কালো চোখের কাজল
শাওন মেঘের চেয়েও শ্যামল
চাউনীতে তার বিজলি ছড়ায় চমক বেড়ায় ভেসে (রে)॥
সে ব’সে থাকে পা ডুবিয়ে ঘুমতী নদীর জলে
কভু দাঁড়িয়ে থাকে ছবির মত এক্লা তরু-তলে (রে)।
কদম ফুলের মালা গেঁথে
ছড়িয়ে সে দেয়ে ধানের ক্ষেতে
তারে দেখতে পেলে আমার কথা (তারে) কইও ভালোবেসে॥
- রচনাকাল
ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৪৩-বৈশাখ ১৩৪৪) মাসে এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৩৭ বৎসর ১০ মাস।
- রেকর্ড:
- এইচএমভি [এপ্রিল ১৯৩৭ (চৈত্র ১৪৩-বৈশাখ ১৩৪৪)। শিল্পী:
আব্বাস উদ্দীন। রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল]
-
কলাম্বিয়া [নভেম্বর ১৯৪৪ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৫১)।
জিই ২৭৩৫। শিল্পী: মৃণালকান্তি ঘোষ]
[শ্রবণ নমুনা]
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন
১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৬
সংখ্যক গান। রেকর্ডে মৃণালকান্তি ঘোষ-এর গাওয়া গানের সুরানুসারে
স্বরলিপি করা হয়েছে]
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: লোকসুর
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা