বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মেঘ-বরণ কন্যা থাকে মেঘ্‌লামতীর দেশ
 
মেঘ-বরণ কন্যা থাকে মেঘ্‌লামতীর দেশে (রে)
সেই দেশে মেঘ জল ঢালিও তাহার আকুল কেশে॥
তাহার কালো চোখের কাজল
শাওন মেঘের চেয়েও শ্যামল
চাউনীতে তার বিজলি ছড়ায় চমক বেড়ায় ভেসে (রে)॥
সে ব’সে থাকে পা ডুবিয়ে ঘুমতী নদীর জলে
কভু দাঁড়িয়ে থাকে ছবির মত এক্‌লা তরু-তলে (রে)।
কদম ফুলের মালা গেঁথে
ছড়িয়ে সে দেয়ে ধানের ক্ষেতে
তারে দেখতে পেলে আমার কথা (তারে) কইও ভালোবেসে॥