বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এলো ঐ পূর্ণ শশী ফুল-জাগানো  
                (এল ঐ পূর্ণিমা চাঁদ ফুল জাগানো)
 
এলো ঐ       পূর্ণ শশী            ফুল-জাগানো
বহে বায়       বকুল-বনে         ঘুম-ভাঙানো॥
লাগিল          জাফরানি-রঙ      শিউলি-ফুলে
ফুটিল          প্রেমের কুঁড়ি       পাপড়ি খুলে,
খুশির আজ    আমেজ জাগে     মন-রাঙানো॥
চাঁদিনী           ঝিলমিলায়        ঝিলের জলে,
আবেশে         শাপ্‌লা ফুলের    মৃণাল টলে,
জাগে ঢেউ      দীঘির বুকে       দোল-লাগানো॥
এসো আজ     স্বপন-কুমার      নিরিবিলি
খুলিয়া           গোপন প্রাণের    ঝিলিমিলি,
এসো মোর     হতাশ প্রাণে       ভুল-ভাঙানো॥