বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্ খেজুর পাতার নূপুর
রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্
খেজুর পাতার
নূপুর বাজায়ে কে যায়।
ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে
কুসুম ছড়ায়
পথের বালুকায়॥
তাহার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার,
সে যেতে যেতে ছড়ায় পথে পাথর-কুচির হার।
তার ডালিম ফুলের ডালি গোলাপ-গালের লালি
ঈদের-চাঁদ ও চায়॥
আরবি ঘোড়ায় সওয়ার হয়ে, বাদ্শাজাদা বুঝি
সাহারাতে ফেরে সেই মরীচিকা খুঁজি
কত তরুণ মুসাফির পথ হারালো, হায়!
কত বনের হরিণ মরে তারি-রূপ তৃষায়॥
-
রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪১ খ্রিষ্টাব্দের এপ্রিল
(চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮) মাসে হিন্দুস্তান রেকর্ড
কোম্পানি এই গানটির রেকর্ড করেছিল। শিল্পী ছিলেন দীপ্তি বসু। এর
মাদার কাস্ট নং-এইচএসবি ২৯৮৫।
১৯৪১ খ্রিষ্টাব্দের
১৭ জুন (মঙ্গলবার,
৩ আষাঢ় ১৩৪৮) শিল্পীর মৃত্যু হয়। এরপর রেকর্ডটি আর
চূড়ান্তভাবে আত্মপ্রকাশ করেনি। সেই সময় নজরুল
ইসলামের বয়স ছিল ৪১ বৎসর
১০ মাস।
- চলচ্চিত্র:
চৌরঙ্গী
[৯ সেপ্টেম্বর ১৯৪২ খ্রিষ্টাব্দ (বুধবার ২৩
ভাদ্র ১৩৪৯)। রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চরিত্র: ভিখারিণী।
শিল্পী প্রমিলা ত্রিবেদী। সুর
নজরুল ইসলাম।
প্রচার পুস্তিকা
- বেতার: সঙ্গীতালেখ্য:
'কাফেলা'
[২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮)] রাত্রি ৮টা থেকে ৮.৩৯টা পর্যন্ত। সুর:
নজরুল ইসলাম। শিল্পী:
ইলা ঘোষ
[সূত্র: বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮).
পৃষ্ঠা: ৫৭৬ ]
- রেকর্ড:
- হিন্দুস্তান [এপ্রিল ১৯৪১
খ্রিষ্টাব্দ (চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮) মাদার কাস্ট
নম্বর এইচএসবি ২৯৮৫। শিল্পী:
দীপ্তি বসু। দীপ্তি বসুর অকাল
মৃত্যুর জন্য রেকর্ডটি বাতিল হয়। মৃত্যুর
তারিখ: ১৭ জুন
১৯৪১ খ্রিষ্টাব্দ
(মঙ্গলবার, ৩ আষাঢ় ১৩৪৮)] [বি.দ্র: হিন্দুস্থানের টেস্ট কপিটি ঢাকার
নজরুল ইন্সটিটিউটে
রক্ষিত আছে।]
-
মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪২
খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। জেএনজি ৫৬৩৯।
শিল্পী: মীরা, আভা, মৃদুলা, কানন। সুর: নজরুল ইসলাম।
পরিচালনা: কালীপদ সেন।] [শ্রবণ
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন
১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২০
সংখ্যক গান] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: চলচ্চিত্র [প্রেম]
- সুরাঙ্গ: আরবি সুর
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা