কাফেলা
কাজী নজরুল ইসলামের রচিত 'মরু দেশের সঙ্গীত তথা সঙ্গীত-আলেখ্য।

১৯৪১ খ্রিষ্টাব্দের ২৪ মে (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮) কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। মরু-অঞ্চল তথা মধ্যপ্রাচ্যের সঙ্গীতের সুরে বাঁধা গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। এই অনুষ্ঠান সম্পর্কে বেতার-জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [পৃষ্ঠা: ৫৩৩] লেখা হয়েছিল-

'কবি নজরুল ইসলাম কেবল লেখক ব'লেই নয়, সঙ্গীতে সুর-রচনাতেও অসমান্য প্রতিভার পরিচয় প্রদান করেছেন। "কাফেলা" অনুষ্ঠানটিতে তাঁর এই অসাধারণ শক্তির দিকটি উজ্জ্বলতর হ.য়ে উঠবে। আরব. পারস্য প্রভৃতি মরুদেশের সঙ্গীতের যথাসম্ভব আভাষ পাওয়া যাবে বাংলা গানের ভিতর দিয়ে। এই অপূর্ব্ব সঙ্গীতানুষ্ঠান "কাফেলা"র অধিবেশন হবে ২৪শে মে শনিবার সন্ধ্যা ৮টায়।'

বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮). পৃষ্ঠা: ৫৭৬ ] কলকাতা বেতার-কেন্দ্রের তৃতীয় অধিবেশনে, রাত ৮টা থেকে ৮.৩৯ টা পর্যন্ত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল। বেতার-জগতের অনুষ্ঠানপত্রে এই বিষয়ে লেখা হয়েছিল-

রচনা ও প্রযোজনা: নজরুল ইসলাম
সঙ্গীতানুষঙ্গ: যন্ত্রীসংঘ
বর্ণনা: অনিল দাস
রূপদান" শৈল দেবী, ইলা ঘোষ ও চিত্ত রায়।

এই অনুষ্ঠানের গানগুলো হলো-

  1. ওগো অন্তরর্যামী ভক্তের তব শোন নিবেদন  [তথ্য]
  2. আন্‌ গোলাপ-পানি আন্‌ আতরদানি [তথ্য]
  3. এক্‌লা গানের পায়রা উড়াই [তথ্য]
  4. গোলাপ নেবো না নেবো না হেনা [তথ্য]
  5. জল দাও,-দাও জল [তথ্য]
  6. দুর্গম দূর পথে চল্‌ যাত্রী [তথ্য]
  7. রুম্‌ ঝুম্‌ ঝুম্‌ ঝুম্‌ রুম ঝুম্‌ ঝুম্‌ খেজুর [তথ্য]
  8. সেই দেশে কি যাও গো [তথ্য]