'কবি নজরুল ইসলাম কেবল লেখক ব'লেই নয়, সঙ্গীতে সুর-রচনাতেও অসমান্য প্রতিভার পরিচয় প্রদান করেছেন। "কাফেলা" অনুষ্ঠানটিতে তাঁর এই অসাধারণ শক্তির দিকটি উজ্জ্বলতর হ.য়ে উঠবে। আরব. পারস্য প্রভৃতি মরুদেশের সঙ্গীতের যথাসম্ভব আভাষ পাওয়া যাবে বাংলা গানের ভিতর দিয়ে। এই অপূর্ব্ব সঙ্গীতানুষ্ঠান "কাফেলা"র অধিবেশন হবে ২৪শে মে শনিবার সন্ধ্যা ৮টায়।'
বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮). পৃষ্ঠা: ৫৭৬ ] কলকাতা বেতার-কেন্দ্রের তৃতীয় অধিবেশনে, রাত ৮টা থেকে ৮.৩৯ টা পর্যন্ত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল। বেতার-জগতের অনুষ্ঠানপত্রে এই বিষয়ে লেখা হয়েছিল-
রচনা ও প্রযোজনা: নজরুল ইসলাম
সঙ্গীতানুষঙ্গ: যন্ত্রীসংঘ
বর্ণনা: অনিল দাস
রূপদান" শৈল দেবী, ইলা ঘোষ ও চিত্ত রায়।
এই অনুষ্ঠানের গানগুলো হলো-