বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: গোলাপ নেবো না, নেবো না হেনা লালা 
	
		
গোলাপ নেবো না, নেবো না হেনা লালা।
যে মালিকা দোলে
তোমার আঁখির কোলে,
দাও, সেই আঁখি-জল মালা॥
চাহি না চৈতী চাঁদিনী রাতি,
শূন্য ভবনে যদি নাহি জ্বলে প্রেমের বাতি;
রূপহীন উপহার ডালা॥
		
	
		- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের
২৪ মে (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮) কলকাতা বেতারকেন্দ্র থেকে কাজী নজরুল ইসলামের রচিত ও পরিচালিত ' 
		'কাফেলা' গীতি-আলেখ্য প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের গান হিসেবে এই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস। 
 
- গ্রন্থ:
		- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২।  
	গান সংখ্যা ২১৭৫। পৃষ্ঠা: ৬৫৫]
 
 
 
- বেতার: 
		'সঙ্গীতালেখ্য:
		'কাফেলা' 
			[২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮)] রাত্রি ৮টা থেকে ৮.৩৯টা পর্যন্ত।
 [সূত্র: বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ 
		১৩৪৮). পৃষ্ঠা: ৫৭৬ ]