বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: দুর্গম দূর পথে চল্ যাত্রী
	
		
তাল: কাহারবা
দুর্গম দূর পথে চল্ যাত্রী
ভয় নাহি, নাহি ভয় বলো যাত্রী॥
মহাতীর্থের মরুপথ সঙ্গী
দুস্তর গিরি-পর্বত লঙ্ঘি,
ধরি বন ঘন কুন্তল রাত্রির –
চল্ দুর্জয় চঞ্চল যাত্রী॥
		
	
		- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের
২৪ মে (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮) কলকাতা বেতারকেন্দ্র থেকে কাজী নজরুল ইসলামের রচিত ও পরিচালিত ' 
		'কাফেলা' গীতি-আলেখ্য প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের গান হিসেবে এই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস। 
 
-  
    গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩২৪। তাল: কাহারবা। পৃষ্ঠা: ৭০২]
	
 
- বেতার: 
		'সঙ্গীতালেখ্য:
		'কাফেলা' 
			[২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮)] রাত্রি ৮টা থেকে ৮.৩৯টা পর্যন্ত।
 [সূত্র: বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ 
		১৩৪৮). পৃষ্ঠা: ৫৭৬ ]