বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সেই দেশে কি যাও গো মরুর কাফেলা
সেই দেশে কি যাও গো মরুর কাফেলা।
যে দেশে মোর বন্ধু কাঁদে একেলা॥
ঘর বাঁধি না বেদুইনের মেয়ে গো
আজ তাঁবু বেঁধে রাত জাগি পথ চেয়ে গো,
মরুর তৃষ্ণা তরুর ছায়ায় যায় না গো, কেঁদে যায় বেলা॥
মরুর যাত্রী বাণিজ্যে যাও আমারে এনে দিও,
ফিরতি পথে হারানো মোর বুরেক মানিক, মোর প্রিয়।
বলো তারে, যে গিরি ঝর্না এসেছিল মরুতে
ছেয়েছে সে-ঝর্না আজি, কাঁটা লতা তরুতে,
আর ফোটে না আমার বনে – গোলাপ, হেনা, চামেলা॥