বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: জল দাও, দাও জল
	
		
	জল দাও, দাও জল!
মরু-পথে মরি তৃষ্ণায় সাহারার মত হৃদি-তল॥
			        আঁখিজল পিয়া, পিয়া এতদিন-
			        বেঁচেছিনু, সে-আঁখি আজ জলহীন!
সে কি ছল? তব নয়ন সদাই করিত যে ছল ছল॥
		
	
		- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের
২৪ মে (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮) কলকাতা বেতারকেন্দ্র থেকে কাজী নজরুল ইসলামের রচিত ও পরিচালিত ' 
		'কাফেলা' গীতি-আলেখ্য প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের গান হিসেবে এই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস। 
 
- গ্রন্থ: 
		- সন্ধ্যামালতী। 
		- প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
    	গান সংখ্যা ২০। পৃষ্ঠা: ১০।
- নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ১৯। পৃষ্ঠা: ১৩৬]
 
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। 
		তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৪১০। পৃষ্ঠা ৪২৬]
		
 
 
- বেতার: 
		'সঙ্গীতালেখ্য:
		'কাফেলা' 
			[২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮)] রাত্রি ৮টা থেকে ৮.৩৯টা পর্যন্ত।
 [সূত্র: বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ 
		১৩৪৮). পৃষ্ঠা: ৫৭৬ ]