চৌরঙ্গী
বাংলা চলচ্চিত্র
প্রচার পুস্তিকা

ফজলী ব্রাদার্সের প্রযোজিত এই ছায়াছবিটি  রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার ২৬ ভাদ্র ১৩৪৯)। ছবিটির পরিচালক ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। প্রযোজক ছিলেন ফজলী ব্রাদার্স। সংলাপ রচনা করেছিলেন
প্রেমেন্দ্র মিত্র। এই ছবির গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। তাঁর সহকারী হিসেবে ছিলেন কালীপদ সেন। এটিই ছিল নজরুলের প্রত্যক্ষভাবে চলচ্চিত্রের কাজ।

ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন- ছায়াদেবী, জ্যোতিঃপ্রকাশ, প্রমীলা ত্রিবেদী, ডাঃ হরেন মুখার্জ্জি।

এই ছায়াছবিতে মোট নয়টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে চতুর্থ গান 'আরতি প্রদীপ জ্বালি আঁখির তারায়' রচনা করেছিলেন নবেন্দুসুন্দর। সুর করেছিলেন দুর্গা সেন। অবশিষ্ট ৮টি গানের গীতিকার ও সুরকার ছিলেন ইসলাম। এ গানগুলো হলো-
১. চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী [তথ্য]
২. রুম্‌ ঝুম্‌ ঝুম্‌ ঝুম্‌ রুম ঝুম্‌ ঝুম্‌ খেজুর [তথ্য]
৩. সারা দিন পিটি কার দালানের ছাদ গো [তথ্য]
৪. 'আরতি প্রদীপ জ্বালি আঁখির তারায় [রচয়িতা: নবেন্দুসুন্দর]
৫. প্রেম আর ফুলের জাতি কূল নাই [তথ্য]
৬. জহরত পান্না হীরার বৃষ্টি [তথ্য]
৭. ঘুম পাড়ানী মাসিপিসি ঘুম দিয়ে যেয়ো [তথ্য]
৮. ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ [তথ্য]
৯. ওগো বৈশাখী ঝড় [তথ্য]