বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী
চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী চৌরঙ্গী
চারদিকে রঙ ছড়িয়ে বেড়ায় রঙ্গিলা কুরঙ্গী॥
যে সকলের মন মাতায় কলকাতার চৌমাথায়
ওপারে যে ফিল্মের ঝিল্মিল্ আলোর দেয়ালি।
এপারে যে পথের ভিখারিনী চোখের বালি।
গোরা কালো সাহেব মেমে মন্দ ভালো বি.এ. এম.এ.
সবাই তাহার সঙ্গী।
যে দক্ষিণ হাত তুলি দক্ষিণা চায়
আলো দেয় রবি শশী, ফুল দেয় দখিনা বায়।
ওকি গোলাপ ফুল নারঙ্গি।
নুয়ে প'ড়ে আকাশ দেখে তাহার নাচের ভঙ্গী॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯), রূপবাণী প্রেক্ষাগৃহে
মুক্তি পেয়েছিল ছায়াছবি 'চৌরঙ্গী'। আবার
মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটির রেকর্ড প্রকাশিত
হয়েছিল ১৯৪২ সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। এই সময় নজরুলের বয়স ছিল
৪৩ বৎসর ৩ মাস।
-
চলচ্চিত্র:
-
চৌরঙ্গী
[১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯) রূপবাণী প্রেক্ষাগৃহ । নেপথ্য সঙ্গীত। শিল্পী ইন্দ্রাণী রায়ী]
- রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪২, ভাদ্র-আশ্বিন ১৩৪৯। জেএনজি ৫৬৩৬। শিল্পী: অজ্ঞাত।
রেকের্ড লেবেলে উল্লেখ আছে-
Comp & Tune: Kazi
Nazrul Islam/Tuner: KALIPADA SEN
স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: পরিবেশ বর্ণন
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
কাহারবা