বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জহরত পান্না হীরার বৃষ্টি

সিনেমা: চৌরঙ্গী, তাল: কাহার্‌বা

পুরুষ   :  জহরত পান্না হীরার বৃষ্টি
            তব হাসি-কান্না চোখের দৃষ্টি
            তারও চেয়ে মিষ্টি মিষ্টি মিষ্টি॥
স্ত্রী      :  কান্না-মেশানো পান্না নেবো না, বঁধু।
            এই পথেরই ধূলায় আমার মনের মধু
            করে হীরা মানিক সৃষ্টি মিষ্টি আরো মিষ্টি॥
পুরুষ   :  সোনার ফুলদানি কাঁদে লয়ে শূন্য হিয়া
            এসো মধু-মঞ্জরি মোর! এসো প্রিয়া, প্রিয়া!
স্ত্রী      :  কেন ডাকে বউ কথা কও, বউ কথা কও,
            আমি পথের ভিখারিনী গো, নাহি ঘরের বউ।
            কেন রাজার দুলাল মাগে মাটির মউ।
            বুকে আনে ঝড়, চোখে বৃষ্টি তার সকরুণ দৃষ্টি তবু মিষ্টি॥