বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জহরত পান্না হীরার বৃষ্টি 
	
		
সিনেমা: চৌরঙ্গী,
	তাল: কাহার্বা
পুরুষ   :  জহরত পান্না হীরার বৃষ্টি
           
	তব হাসি-কান্না চোখের দৃষ্টি
           
	তারও চেয়ে মিষ্টি মিষ্টি মিষ্টি॥
স্ত্রী      :  কান্না-মেশানো পান্না নেবো না, বঁধু।
           
	এই পথেরই ধূলায় আমার মনের মধু
           
	করে হীরা মানিক সৃষ্টি মিষ্টি আরো মিষ্টি॥
পুরুষ   :  সোনার ফুলদানি কাঁদে লয়ে শূন্য হিয়া
           
	এসো মধু-মঞ্জরি মোর! এসো প্রিয়া, প্রিয়া!
স্ত্রী      :  কেন ডাকে বউ কথা কও, বউ কথা কও,
           
	আমি পথের ভিখারিনী গো, নাহি ঘরের বউ।
           
	কেন রাজার দুলাল মাগে মাটির মউ।
           
	বুকে আনে ঝড়, চোখে বৃষ্টি তার সকরুণ দৃষ্টি তবু মিষ্টি॥
		
	
- রচনাকাল ও স্থান: 
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 
জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯),  রূপবাণী প্রেক্ষাগৃহে 
	মুক্তি পেয়েছিল ছায়াছবি 'চৌরঙ্গী'। আবার 
মেগাফোন রেকর্ড  কোম্পানি থেকে গানটির রেকর্ড প্রকাশিত 
হয়েছিল ১৯৪২ সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৯) মাসে । এই সময় নজরুলের বয়স ছিল 
৪৩ বৎসর ৩ মাস।
 - চলচ্চিত্র: 
	
চৌরঙ্গী  
	[১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯) রূপবাণী প্রেক্ষাগৃহে 
	মুক্তি পেয়েছিল। চরিত্র: নায়ক ও নায়িকার গান।] [প্রচার পুস্তিকা]
 
- রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। জেএনজি ৫৬৩৯। শিল্পী: 
	সুধীন মিত্র ও সুপ্রভা সরকার]
- গ্রন্থ: 
চৌরঙ্গী [নজরুল রচনাবলী অষ্টম খণ্ড। ১২ ভাদ্র ১৪১৫ (২৭ আগষ্ট ২০০৮)। 
	জন্মশতবর্ষ সংস্করণ, বাংলা একাডেমী, ঢাকা)। ৬। নায়ক-নায়িকার গান। পৃষ্ঠা: ৩৩৭]
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
	নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল 
	ইন্সটিটিউট] সপ্তম গান
	[নমুনা]
- পর্যায়:  
	- 
বিষয়াঙ্গ: প্রেম (চলচ্চিত্র)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: 
	
	কাহারবা
- গ্রহস্বর: পা