বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সারাদিন পিটি কার দালানের ছাদ গো

    চলচ্চিত্র: 'চৌরঙ্গী', তাল: দ্রুত-দাদ্‌রা

সমবেত :  সারাদিন পিটি কার দালানের ছাদ গো
             পাত ভ’রে ভাত পাই না, ধ’রে আসে হাত গো॥
১ম      :  তোর ঘরে আজ কি রান্না হয়েছে?
২য়      :  ছেলে দুটো ভাত পায়নি, পথ চেয়ে রয়েছে।
৩য়      :  আমিও ভাত রাঁধিনী, দেখ্ না চুল বাঁধিনী
             শাশুড়ি মান্ধাতার বুড়ি মন্দ কথা কয়েছে।
৪র্থ      :  আমার ননদ বড় দজ্জাল বজ্জাত গো।
সমবেত :  সারাদিন পিটি কার দালানের ছাদ গো
             পাত ভরে ভাত পাই না, ধ’রে আসে হাত গো॥
১ম      :  এত খায় তবু ওদের বউগুলো সুঁট্‌কো
২য়      :  ছেলেগুলো প্যাঁকাটি, বাবুগুলো মুট্‌কো।
৩য়      :  এরা কাগজের ফুল, এরা চোখে চাঁদ দেখে না।
৪র্থ      :  ইটের ভিতরে কীটের মত কাটায় এরা রাত গো।
সমবেত :  সারাদিন পিটি কার দালানের ছাদ গো
             পাত ভরে ভাত পাই না ধ’রে আসে হাত গো॥